“বন্ধুরা এখন থেকে বাংলার গঞ্জি তোমাদের সৃষ্টিশীল ডিজাইনে টিশার্ট বের করবে নিয়মিত ভাবে। তোমরা তোমাদের ডিজাইন গুলো JPG আকারে প্রাথমিক সিলেকশনের জন্য আমাদের কাছে পাঠিয়ে দাও। প্রতিটি ডিজাইনের ইলাস্ট্রেটর ভার্শন থাকা জরুরি। ডিজাইনের বিষয় বৈচিত্র্য ও মনন অবশ্যই মান সম্পন্ন হতে হবে। যেকোনো রূপ কপি বা নকল ডিজান সরবরাহ করা নিষিদ্ধ।
১ মেগাবাইটের বড় ফাইল গ্রহন যোগ্য নয়।
মন্তব্যে তোমার নাম, ইমেইল, মোবাইল ও যোগাযোগ এর পূর্ণ ঠিকানা লিখে দাও। ডিজাইন সিলেক্ট করা হলে ডিজাইনটি আংশিক বা পূর্ণ সম্পাদন, সংযোজন, বিয়োজন এর এখতিয়ার বাংলার গঞ্জি সংরক্ষন করবে। ডিজাইনটি বাংলার গঞ্জি প্রকাশ করলে তা পরবর্তীতে বাংলার গঞ্জির নিজস্ব কপিরাইট এর আওতা ভুক্ত হবে এবং তা বাংলার গঞ্জির অনুমতি ছাড়া অন্য কোথাও বাণিজ্যিক ব্যবহার, প্রকাশ বা অনুলিপি ছাপানো নিষিদ্ধ বলে গন্য হবে। এই মর্মে ডিজাইনার বা শিল্পীকে বাংলার গঞ্জির নীতিমালার অনুসরণ এর নীতিগত সিধান্ত মানার ব্যপারে একমত হতে হবে।”